অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :     ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালে ও ডালে পোকা থাকার অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ।তালা ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার সকালে ডোমজুড়ের মুসলিম পাড়ায় এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল ও ছোলা দেওয়ার কথা ছিল। এর প্রেক্ষিতে অভিভাবকরা ওই কেন্দ্রে আসেন।

তারা চাল ডাল এবং ছোলাতে পোকা দেখতে পেলে ঘটনাস্থলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই কেন্দ্রে থেকে অভিভাবকরা শিশুদের জন্য খাদ্য সামগ্রী নিতে অস্বীকার করার পাশাপাশি তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ডোমজুড় থানা থেকে ছুটে আসে পুলিশ। পরে ডোমজুড়ের বিডিও রাজা ভৌমিক গোটা ঘটনা খতিয়ে দেখতে ছুটে আসেন।

অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খারাপ মানের চাল এবং ডাল দেওয়া হয়। কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাদের আশঙ্কা শিশুদের জন্য বরাদ্দ এই খাবার খেলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। তাই তারা ওই খাবার শিশুদের দেয় না। তারা আরো জানান এইরকম যদি খাবার দেওয়া হয় তবে ভবিষ্যতে ওই কেন্দ্রে তারা শিশুদের না পাঠানোর কথাও ভাবছেন। এদিকে ডোমজুড়ের বিডিও বলেন তিনি ঘটনাটা জানার পর চাইল্ড প্রজেক্ট ডেভলপমেন্ট অফিসারকে এ ব্যাপারে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। শিশুদের খাবারের ক্ষেত্রে মান এবং পরিমাণ নিয়ে কোন আপস করা হবে না’ বলে তিনি আশ্বাস দেন।