টানা কয়েকদিন ধরে চলা দফায় দফায় বৃষ্টির জেরে ভগবানগোলা রেল কলোনি এলাকার প্রায় ৫০ টি পরিবারের বাড়ি জলমগ্ন হওয়ায় চরম সমস্যায় পড়েছেন সেখানে বসবাসকারী মানুষজন। শুধু তাই নয় ,পানীয় জলের টিউবওয়েল পর্যন্ত জলের তলায় ডুবে যাওয়ায় পরিস্থিতি ব্যাপক জটিল আকার ধারণ করেছে। এমনিতেই অল্প বৃষ্টি হলে নিচু এই ভগবানগোলা রেল কলোনি এলাকায় জল প্রবেশ করে। আর সে ক্ষেত্রে টানা কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি চলার ফলে আশেপাশের বিভিন্ন পুকুরের জল ভর্তি হয়ে গিয়ে বাড়তি জল রেল কলোনি এলাকার বিস্তৃর্ণ জায়গার মধ্যে প্রবেশ করে সেখানকার বাড়িঘর পুরোপুরি জলমগ্ন করে দিয়েছে।

বসবাসকারী অধিকাংশ মানুষই আখরিগঞ্জ এলাকা থেকে বছর কয়েক আগে নিজেদের বাড়িঘর ভাঙ্গনের ফলে ত্যাগ করে এখানে এসে বসতি গড়ে তোলে। পেট চালানোর জন্য কোনোরকমে হকারি করেই দিন গুজরান হয় তাদের। এমন অসহায় পরিবারগুলির বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় মাথার উপর আকাশ ভেঙে পড়েছে তাদের।