অবতক খবর , সংবাদদাতা , মালদা :: বুধবার আনন্দের দিন কালিয়াচকবাসীর। দীর্ঘ প্রতিক্ষার অবসান হল এদিন। ইদুজ্জোহার আগেই উদ্বোধন হয়ে গেল স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ট্রাফিক সিগনালের। কথা রাখল জেলা পুলিশ প্রশাসন। এর আগে পুলিশ প্রশাসন কথা দিয়েছিল, ইদুজ্জোহার আগে নতুন উপহার দিতে চলেছে তারা কালিয়াচকবাসীকে। এদিন সাধারণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
কালিয়াচকের বুক চিরে বেরিয়ে গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। সে দিক থেকে গুরুত্বপূর্ণ রাস্তা এটি। তার মধ্যে আরও গুরুত্ব বাড়িয়েছে কালিয়াচকের চৌরঙ্গি এলাকায়। কালিয়াচক ১, ২ ও ৩ ব্লকের মানুষের রোজ যাতায়াত এই মোড় হয়ে বিভিন্ন দিকে। এদিকে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রতি ফোর লেন হলেও এখানে ট্রাফিক ব্যবস্থা সামলাতে হিমশিম খেতে হত ট্রাফিক পুলিশকে। অত্যাধুনিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা না থাকার ফলে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকত। কালিয়াচকবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বৈদ্যুতিন ট্রাফিক সিগনালের। সেই মতো কাজও শুরু করে পুলিশ প্রশাসন। এদিন লকডাউনের মধ্যে খানিকটা নি:শব্দেই এদিন থেকে চালু হয়ে গেল নতুন ট্রাফিক ব্যবস্থা।
পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) দীপক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার ) ড: এইচ . এম রেহেমান ট্রাফিক ওসি তরুণ সাহা , কালিয়াচক থানার আইসি আশিস দাস, সুজাপুরের বিধায়ক ঈশা খান চৌধুরি, মোথবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন প্রমুখ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া এদিন বলেন,‘এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশবাজার শহরের পর জেলায় ব্যস্ততম রাস্তা হল এই কালিয়াচকের চৌরঙ্গি এলাকা। এখানকার মানুষের দাবি মেনেই নতুন ট্রাফিক সিগনাল ব্যবস্থার চালু করা হল। এর ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে আমাদের আশা। এখানকার মানুষ নতুন ট্রাফিক সিগনালের সঙ্গে অভ্যস্ত নয়, ধীরে ধীরে মানুষ সচেতন হয়ে যাবেন।’