অবতক খবর,১৫ ডিসেম্বরঃ কলকাতা মেডিকেল কলেজের আন্দোলন ক্রমশই আরও জটিল হচ্ছে। কারণ এবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আন্দোলনে যোগ দিচ্ছেন তাদের অভিভাবকরাও।

কলকাতা মেডিকেল কলেজ পড়ুয়াদের অনশন বৃহস্পতিবার এক সপ্তাহ পেরিয়ে অষ্টম দিনে পদার্পণ করল। এই অষ্টম দিনেও ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে মেডিকেল কলেজের পড়ুয়াদের আন্দোলনের জট খোলার পরিবর্তে আরও যেন জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কারণ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে এবার তাঁদের সঙ্গে যোগ দিতে চলেছেন তাঁদের অভিভাবকরাও। কলকাতা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বৃহস্পতিবার এই ১২ ঘণ্টার প্রতিকী অনশন চলবে। এরপরেও যদি ছাত্র সংসদ নির্বাচনের জন্য নির্দিষ্ট দিন হিসেবে ২২শে ডিসেম্বরকে চূড়ান্ত করা না হয়, তাহলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার প্রশাসনিক ভবনের সামনে নাগরিক কনভেশন শুরু করা হবে আন্দোলনকারীদের তরফে।