অবতক খবর,৭ আগস্ট,মালদা:-অনলাইনে বিক্রির পাশাপাশি এবার অফ লাইনে এক্সিবিশন ও সেলের আয়োজন করল সোশ্যাল ফেসবুক গ্রুপ প্রয়াস। রবিবার মালদা শহরের রামকৃষ্ণ পল্লি এলাকার আকাঙ্খা লজে এই এক্সিবিশন ও সেলের আয়োজন করা হয়।
এদিনের এই এক্সিবিশনে যারা বাড়িতে বসে ব্যবসা করেন তাদের মূলত প্রমোশনের জন্য এই এক্সিবিশন ও সেলের আয়োজন বলে উদ্যক্তারা জানান। এখানে হাতের তৈরি অলংকার, জামা কাপড়, ক্যান্ডেল, চকলেট, সফট টয় থেকে জুয়েলারি সমস্ত কিছুই এক্সিবিশনে রাখা হয়েছে। এমনকি এই এক্সিবিশন থেকে সেলও করা হয় এদিন।