অবতক খবর,২২ সেপ্টেম্বর: আজ দুপুর ১২টা নাগাদ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়টি ভাঙতে আসে আরপিএফ। রুখে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরা। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং সাধারণ কর্মীরা একত্রিত হয়ে নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মের রেললাইনে এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
তৃণমূল কর্মীদের দাবি, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর অঙ্গুলিহেলনেই এই পদক্ষেপ নিয়েছে আরপিএফ। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে, নৈহাটি পৌরসভার প্রশাসক অশোক চ্যাটার্জী, অভিজিৎ চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর আরপিএফ এবং তৃণমূল নেতৃত্বের মধ্যে আলোচনা হয়।
তৃণমূল নেতৃত্বের তাদের বিক্ষোভ তুলে নেয় এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।