অবতক খবর  : কল্যাণীতে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে,এমন একটি ভিডিও বাজারে ইতিমধ্যে চালু হয়েছে এবং আলোড়ন তুলে ফেলেছে। ‌অবতক দপ্তরে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এটি গুজব। আমাদের অনুরোধ এই গুজবে আপনারা কান দেবেন না। কারণ এটা কোন পরীক্ষিত সত্য নয়।আমাদের কাছে বহু ফোন আসছে তারা জানতে চাইছেন যে, বিষয়টি কি? এটি সত্যি কিনা? সত্যি হলে একটা আতঙ্ক তৈরি হবে,ভয়ার্ত পরিবেশ তৈরি হবে এলাকায়।

অবতক-এর পক্ষ থেকে আমরা জানাচ্ছি,যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি পরীক্ষিত সত্য নয় এবং যার নামে ভিডিওটি বানানো হয়েছে সে এখনো হাসপাতালে আছে সেটিও আমরা জানিয়ে দিচ্ছি। তবে পরীক্ষিত ভাবে সে যে করোনা ভাইরাসে আক্রান্ত, চিকিৎসা সূত্রে এমন কোনো খবর এখনো প্রকাশিত হয়নি। সুতরাং অযথা আতঙ্ক ও গুজব ছড়াবেন না।

ডেপুটি সি এম এইচ-২ অসিত কুমার দেওয়ান জানান, ডি এম-এর নির্দেশে ভিডিও যিনি ভাইরাল করেছেন তার বিরুদ্ধে বারাসাত ও কৃষ্ণনগরে সাইবার ক্রাইমে অভিযোগ করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী কাল থেকে প্রতিদিন কৃষ্ণনগরে করোনা বিষয়ে প্রেস মিট করা হবে।আরো জানা গিয়েছে মিডিয়াসহ যারা সোসাল মিডিয়ায় এই সংবাদ ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।