অবতক খবর,৬জুন :: গতকাল অর্থাৎ রবিবার বিশেষ বিমানে মৃত ভারতীয় টেরিটোরিয়াল আর্মি জওয়ান নারায়ণ চন্দ্রর মৃতদেহ দমদম বিমানবন্দরে আসে, সেখান থেকে আর্মি সেনা ঘাঁটিতে কফিনবন্দি মৃতদেহ আসে অশোকনগরের বাড়িতে। শেষ বিদায় জানাতে হাজারো হাজারো মানুষ এদিন ভিড় করেন সেনা জওয়ান নারায়ণচন্দ্রর বাড়িতে।
রবিবার রাত এগারোটা নাগাদ সেনার বিশেষ গাড়িতে করে মৃতদেহ কল্যাণগড় এর বাড়িতে নিয়ে আসা হয়। কান্নায় ভেঙে পড়ে আত্মীয়-পরিজন থেকে গোটা গ্রাম। এ দিন রাতেই মৃত সেনার বাড়িতে যান অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী, অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক নেতা নেতৃত্ব।
প্রসঙ্গত শনিবার আসামের গোহাটিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আর্মি জওয়ান নারায়ন চন্দ্রর, এরপর থেকেই শেষবারের মতো দেখার জন্য অপেক্ষায় ছিল গ্রামের সকলে।