অবতক খবর,২৫ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:আবার নিম্নচাপ তথা দানার প্রভাবের দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। দিন কয়েক আগে থেকে বাংলার আকাশে এর দুর্যোগের ঘনঘটা দেখা যায়। ঘূর্ণিঝড় দানার প্রভাবে এ রাজ্যের যে জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সেই তালিকা পূর্ব বর্ধমান নেই বলেই চলে।

তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ চব্বিশপরগনা , পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ সহ পূর্ব বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

তার ইঙ্গিত মিলল বৃহস্পতিবার সকাল থেকেই সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর এলাকায় বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হলেও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। শুক্রবার সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর এলাকায় বিভিন্ন জায়গায় ভোর থেকেই ভারী থেকে অতি ভারী অভিরাম বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে নাজেহালে।