অবতক খবর , শিলিগুড়ি :      অবিরাম বৃষ্টির কারনে বিপর্যসত শিলিগুড়ি। আজ সকাল থেকেই বৃষ্টি নামে শিলিগুড়িতে। প্রচন্ড বৃষ্টির কারনে জনজীবন সম্পুর্ন বিপর্যসত হয়ে যায়। দোকানপাট বাজার হাট বেলা এগারোটা পযর্ন্ত খোলে নি। জলে থৈ থৈ করছে গোটা শহর। শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডে জল ঢুকে যায় বাড়ির ভীতরও। জল জমে শিলিগুড়ির বিভিন্ন বাজারেও।

এদিকে বৃষ্টির কারণে শিলিগুড়িতে আসতে পারছে না মালবাহী গাড়িও। বৃষ্টিতে আটকে গেছে বহু যাত্রীবাহি বাসও। অবিরাম বৃষ্টির কারনে বন্ধ বিভিন্ন জরুরি পরিসেবাও। বৃষ্টির জন্য আসতে পারছে না পাহাড়ের বহু মালবাহী গাড়ি। আজ নিয়ে পরপর ৫ দিনের বৃষ্টির কারনে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ বিপর্যসত। শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য্য বন্যা পরিস্থিতির জন্য সবরকমের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।