অবতক খবর: অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির লুকআউট নোটিস জারি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক প্রশ্নের মুখে ইডি । যদিও সেই প্রশ্নের জবাব দিতে পারেননি ইডির আইনজীবীরা। বরং কিছুটা সময় চেয়েছেন তাঁরা। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে ইডি । এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হল, এর আগে আদালতের অনুমতি নিয়ে বিদেশযাত্রা করে নির্দিষ্ট সময়ে ফিরে এসেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তার পরেও কেন রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হল? প্রশ্ন শীর্ষ আদালতের।

অভিষেকপত্নীর পরিবার বিদেশে থাকে। সেই বিষয়টিও এদিন আদালতে তুলে ধরা হয়েছিল। সেখানে যাওয়ার আগে বিমানবন্দরে তাঁকে আটকানো হয়েছিল। এদিন তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ইডিকে। জবাব দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়েছেন ইডির আইনজীবী।

উল্লেখ্য, অভিষেকের তরফে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন চিকিৎসার জন্য ২৬ জুলাই বিদেশ যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে অবশ্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।