অবতক খবর :: শিলিগুড়ি :: লকডাউনে অভুক্ত পশুপাখীরা। তাদের মধ্যে অন্যতম হল বানর। বিভিন্ন এলকা থেকে খবর পাওয়া যাচ্ছে যে খেতে না পেয়ে অনেক বানরই অসুস্থ হয়ে পড়ছে। নানা ধরনের অসুস্থতায় ভুগছে এই বানরগুলি। আজ শিলিগুড়ির কিছু সহৃদয় যুবক তাদের মুখে তুলে দিলো ফল,বিষ্কুট এবং পানীয় জল। প্রায় দেড়শ বানর খাবারের সন্ধ্যান পেয়ে ছুটে এসেছিলো।
যুবকেরা জানালেন লকডাউন এর মধ্যে প্রায় প্রতিদিনই তারা বের হয়ে বিভিন্ন অসহায় মানুষ এবং পশুদের খাইয়ে চলেছে। আগামী দিনেও এইসব বিপন্ন মানুষ এবং পশুদের পাশে দাড়াবে তারা জানালেন তাদের মধ্যে এক যুবক।