অম্বুবাচীর সমাপন। খুলে গেল আসামের পার্বত্য মন্দির কামাখ্যা দেবীর গর্ভগৃহের দ্বার

অম্বুবাচী
তমাল সাহা

জলের সঙ্গে কথা বলো
এখনই তো জল ও রক্তের সঙ্গমধ্বনি শ্রবণের সময়
আকাশ থেকে বৃষ্টি ঝরে
যোনি থেকে রক্ত ঝরে
নারী ধরিত্রী হবে বলে
ঋতুমতী কামাখ্যা হতে চায়
পার্বত্য মা আমার
রজঃস্রাব নেমে আসে ঢাল বেয়ে এই পৃথ্বী-ধরায়

অম্বুবচন, জলের সঙ্গে গোপন কথা
অম্বুবাচী সে এক মহাউপাখ্যান
সৃষ্টিবীজের প্রজ্ঞালব্ধ পুরাণ

মৃগশিরের সৌন্দর্য দেখো আকাশের দিকে
মৃগশিরা নক্ষত্রের দিকে তাকাও
মৃত্তিকার দিকে নজর রাখো
সৃজনের ধারাপাত শোনো
চাষাবাদ কর্ষণের গান গাও

রজঃস্বলা হয়েছে মৃত্তিকা আমার
এবার তবে শস্যমুখী হলো!
কোন অভিমুখে যাবে এ মানব জমিন
রে মন, শুদ্ধ হয়ে বলো!