নতুন বছরকে স্বাগত জানায় অবতক। শুভেচ্ছা জানায় সমস্ত পাঠকদের…
অয়মারম্ভ
তমাল সাহা
এক)
শীতের পশম
বছর শেষ হয়ে আসে
দুয়ারে শীত, আগুন চাই।
তোমার মুখটি ওঠে ভেসে
কেন মনে হয় ভালোবেসে
তোমাকে আলিঙ্গনে রাখি
উষ্ণতার ঠিকানা খুঁজে পাই!
দুই)
প্রতিশ্রুতি
আকাশ ডিঙিয়ে
সেতু পেরিয়ে কে চলে যায়!
আমি এপারে দাঁড়িয়ে দেখি
তার ম্রিয়মাণ আলো।
সে বলে, বিদায়!
আবার আসিব ফিরে আগামী ঊষায়।
তিন)
ফেরা
কে বলে যায়!
আসলে আকাশ সীমা পারাপার করে
জনভূমি দেখে এপারে ওপারে।
দেখিবে আবার আসিবে ফিরিয়া ভোরে
আলো ছড়াতে ছড়াতে দুয়ারে দুয়ারে…
চার)
আসা যাওয়া
উদয়রাগ আর অস্তরাগ,
এ তো প্রাকৃতিক অনুরাগ–
লেখা হলো আকাশের গায়
একটি বছর জুড়ে।
চলে যায়, কেউ চলে যায়
পুরাতন নাকি!
নবীন কেউ আসবে বুঝি?
আমিতো পুরাতন তোমাকেই খুঁজি।
ভালোবাসা আরও
উজ্জ্বল হোক প্রকৃতির অন্তরে
বিস্তীর্ণ হোক বুকের প্রান্তরে!
তোমার সঙ্গে দেখা হবে তো আবার
নতুন প্রভাতের বারান্দায়—
দিনে রাতে ভোরে সন্ধ্যায়।
পাঁচ)
তুমি আমি
নতুন বছর আসে
আমরা পুরোনোই থাকি।
ভালোবাসার বিনিউয়াল হয় নাকি!
আসল কথা তো
তোমাকে নিকটে চাই
তোমার পাশে থাকতে চাই
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে চাই.,..