ফলস্ হয়ে গেল একবার মঙ্গলশাঁখ বাদন

অবতক খবর,৫ আগস্ট: অনেকেই মনে করছেন ভারতবর্ষের রাজনীতিতে, ধর্মীয় জীবনে আজকের দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে।যেই জমি নিয়ে এতদিন বিতর্ক ছিল, সুপ্রিম কোর্টের আদেশে সেই জমিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। ‌আজ তার শিলান্যাস করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।

বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের অন্যতম মুকুল রায় অনিবার্য কারণে সেখানে উপস্থিত না থাকলেও সেই শিলান্যাসের মুহূর্তটিকে বাড়িতে বসে মঙ্গল শাঁখ বাজিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। মঙ্গলশাঁখ কতবার বাজাতে হবে এটি হয়তো নির্দিষ্ট ছিল না। ‌সাধারণত মঙ্গলশাঁখ কমপক্ষে তিনবার বাজাতে হয়। তিনি মঙ্গল শাঁখ দুবার বাজিয়েছেন। পরবর্তীতে উপস্থিত জনেরা তৃতীয়বার মঙ্গল শাঁখটি বাজান।

তিনি জানান,আজ একটা ঐতিহাসিক দিন। এই নিয়ে বিতর্ক করা আর শোভনীয় নয়। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মত এইখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। আজকের দিন শুভ দিন, শুভক্ষণ দেখেই দিনটি স্থির করা হয়েছে। তিনি যথাস্থানে থাকতে পারেননি, তাহলে ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পারতেন। কিন্তু অনিবার্য কারণে তিনি সেইদিনটিকে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছেন বাড়িতে থেকেই।

এছাড়াও দেখা যাচ্ছে যে,এই অঞ্চলে গেরুয়া যে প্রবাহ চলছে সেটা যে আরও জোরদার তা আজকে কাঁচরাপাড়ার বিভিন্ন অঞ্চলে ভূমিপুজোকে স্মরণ করে যে উৎসব আয়োজিত হল,য়ন্দির প্রতিষ্ঠাকে যে সম্মতি দেওয়া হল সেই অনুযায়ী এই অঞ্চলেও জয় শ্রীরাম পুজো অনুষ্ঠিত হয়।