অবতক খবর,২৪ জুলাই,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃঅরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজে সবুজ সুন্দর পৃথিবীর গড়ার লক্ষ্যে আজ সোমবার দুপুরে কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের নিয়ে কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই কলেজ প্রাঙ্গনে বিভিন্ন গাছের চারা রোপন করে অরণ্য সপ্তাহ উদযাপন করেন মন্তেশ্বর ডক্টর গৌর মোহন রায় কলেজের ।

কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই জানান কলেজের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের নিয়ে মেহেগুনি , শিশু, আম জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফুলের গাছ সহ মোট ২০০ টা গাছের চারা রোপন করার মাধ্যমে পরিবেশের ভারসাম্যের লক্ষ্যে সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান।

একটি গাছ। একটি প্রাণ। গাছ লাগান। জীবন বাঁচান। শ্লোগান কে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন।

অধ্যক্ষ আরো জানান রাজ্যের সঙ্গে এই বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করে আমরাও গর্বিত।