আবতক খবর, দেবাশিস মালিক, ডায়মন্ড হারবার: – দক্ষিণ ২৪ পরগনার সাগর উপকূলবর্তী সুন্দরবন লাগোয়া ডায়মন্ড হারবার মহাকুমা ও কাকদ্বীপ মহাকুমার জুড়ে অরন্ধন পূজার পরের দিনই,গরম রান্না বাঙ্গালীদের কাছে রীতি রেওয়াজ l কিন্তু সেই গরম রান্নার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় ,স্থানীয় ব্যবসায়ী থেকে বাঙ্গালীদের মাথায় হাত l প্রবল বৃষ্টির কারণে অনেকে যেমন বাজার ঘাট করতে যেতে পারছেন না, তেমনি ব্যবসায়ীদের গরম রান্নায় মাছ-মাংস ,সবজি বিক্রিতে কিছুটা হলেও মাথায় হাত l সকাল থেকেই খদ্দেরের চাহিদা কম l বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, অরন্ধন পুজোর পরেই হয় গরম রান্না l গরম রান্নার বাড়াভাতে ছাই ,বৃষ্টি l আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখন ষাঁড়াষাঁড়ি কোটাল চলছে l কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত এই কোটালের এর প্রভাব থাকবে l জেলা প্রশাসনের তরফ থেকে মহকুমা প্রশাসক , ব্লক প্রশাসন পর্যন্ত বিশেষ নির্দেশ এসেছে l এদিন সকালে ডায়মন্ডহারবার মহকুমার বিভিন্ন হাট, বাজার , ঘুরে দেখা গেল খদ্দের নেই বললেই চলে l একই অবস্থা কাকদ্বীপ মহাকুমার , বিভিন্ন বাজার হাট এলাকায় l