অবতক খবর,৫ ডিসেম্বর,তমলুকঃ অল্পের জন্য রক্ষা পেলেন প্রাইভেট গাড়র চালক। রবিবার সকালে ট্রেন লাইনের উপর উঠে পড়ে একটি প্রাইভেট কার। ঘটনাট ঘটেছে তমলুক রেল স্টেশন লাঘুয়া তমলুক পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাপাবেড়িয়া রেল ক্রশিংয়ের নিকট। স্থানীয় সূত্রে জানাগিয়েছে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হলদিয়া থেকে একটি যাত্রীবাহী ট্রেন পাঁশকুড়ার অভিমুখে যাওয়ার সময় হঠাৎ তমলুক স্টেশনের অদূরেই একটি প্রাইভেট গাড়ি লাইন পারাপার করার সময় লাইনে আটকে যায়। প্রাইভেট গাড়ির চালক গাড়ি থেকে নেমে ট্রেন দাঁড় করানোর চেস্ট করে হাত দেখিয়ে।
কিন্তু ট্রেন দ্রুত গতিতে থাকায় প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখটে থাকে। তাদের দাবি রেল ক্রশিংয়ে লেভেল ক্রশিং না থাকায় এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে চলেছে। দীর্ঘ প্রায় দুঘটনা ধরে বিক্ষোভের জেরে হলদিয়া পাঁশকুড়া রেল লাইনের উপর ট্রেনটি আটকে পড়ে।