অবতক খবর,১০ আগস্ট,মালদা :-
মালদা জেলা আদালত চত্বরে পেতলের অশোকস্তম্ভ আটকানো এবং এক্স আর্মি লেখা একটি স্কুটি আটক করল ইংরেজ বাজার থানার পুলিশ।
যদিও স্কুটির মালিকের দেখা মিলেনি।
ভুয়ো পুলিশ ও অন্যান্য স্টিকার আটকে রাস্তায় যাতায়াত করার অভিযোগে সারা রাজ্যের বিভিন্ন জেলায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। মালদা জেলা আদালত চত্বরে রাখা ছিল ওই স্কুটিটি।
স্কুটির পিছনে লেখা এক্স আর্মি। তার উপর আটকানো রয়েছে পেতলের তৈরি অশোক স্তম্ভ।
অশোক স্তম্ভের অবমাননায় নিন্দায় জেলাবাসী।