অবতক খবর,১৩ সেপ্টেম্বর: গতকাল ১২ই সেপ্টেম্বর আবারও এক অভিনব উদ্যোগ নিল বীজপুর থানার পুলিশ। গতকাল বীজপুর থানার অফিসার তাপস ধারার উদ্যোগে হালিশহর রামপ্রসাদ মন্দির সংলগ্ন অঞ্চলে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সেখানে আর্থিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল অসহায় মহিলা ও শিশুদের একবেলা খাবার,বস্ত্রদান, মাস্ক নিয়ে তাদের পাশে দাঁড়ান তারা।
এ প্রসঙ্গে একজন পুলিশ আধিকারিক বলেন, পারিপার্শ্বিক যা পরিস্থিতি তাতে আমরা যদি এই অসহায় মানুষদের অন্তত একবেলা খাইয়ে কিছুটা হলেও সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। শুধু পুলিশ হিসেবে নয় একজন মানুষ হিসেবে আমরা সর্বদা মানুষের সেবায় তৎপর।