অবতক খবর সংবাদদাতা , অভিষেক দাস,মালদা::- অসুস্থ ধর্মরাজের চিকিৎসার দায়িত্ব নিলো সভাধিপতি। বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক এর কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনা , তারপর লকডাউনে বেঙ্গালুরু থেকে মালদা প্রায় ৩০০ কিলোমিটার পায়ে হেঁটে ও বিভিন্ন গাড়ি চেঞ্জ করে বাড়ি ফিরে আস । পাঁচ মাস ধরে প্রায় বিনা চিকিৎসা গুরুতর অসুস্থ হয় ১৯ বছর বয়সী ধর্মরাজের ডান পায়ে ধরে পাচন । আর এই খবর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচারিত হবার পর, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল ধর্মরাজের পাশে দাঁড়িয়ে সমস্ত চিকিৎসা ও সাহায্যের হাত বাড়ালেন ।বৃহস্পতিবার সকালে মালদা মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের উৎসবটোলা গ্রামে ধর্মরাজের বড়িতে যায় মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল । সাথে ছিলেন মানিকচক ব্লক বিডিও জয় আমেদ, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ হেন নারায়ন ঝা , মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী সহ প্রশাসনিক কর্তারা ।
এদিন ধর্মরাজের শারীরিক চিকিৎসা করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক , পাশাপাশি সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল চিকিৎসার ব্যবস্থা ও পর্যাপ্ত পুষ্টি দায়ক
খাদ্য সামগ্রী ,জামাকাপড় , শাড়ী ,লুঙ্গি তুলে দেয় ধর্মরাজের মা জ্যোৎস্না দেবীর হাতে । পাশাপাশি সভাধিপতির পক্ষ থেকে আর্থিক ভাবে সাহায্য করা হয় ।