অবতক খবর,১ মে: রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী যে দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য এখানকার ব্যবসায়ীরা ক্ষুব্ধ। কারণ ৭টা থেকে ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে এখানকার দোকান খোলা হয় ৯টা থেকে সাড়ে নটার সময়। সুতরাং বেচাকেনা কতক্ষণ করা যাবে? অন্যদিকে ৩টে থেকে ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা যে বলা হয়েছে তাতে বোঝা যাচ্ছে এই গরমে কোন ক্রেতাই আসবে না অর্থাৎ বেচাকেনা বন্ধ। এ ব্যাপারে কাঁচরাপাড়ার ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষুব্ধ।