অবতক খবর, হাওড়া: বেঙ্গালুরু এফসি রিজার্ভ টিমের বিরুদ্ধে জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। হাওড়া স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে জিতেন মূর্মূর গোলে এগিয়ে যায় ব্ল্যাক প্যাহ্নাসরা।
জন চিড্ডির পাস থেকে বল পায়ে জিতেন মূর্মূর দুরন্ত দৌড় বেঙ্গালুরুর ডিফেন্সে কাঁপুনি তুলে দেয়। জিতেনের সামনে পড়ে গিয়ে বেঙ্গালুরুর গোলকিপার শ্যারনের অসহায় আত্মসমর্পণ ছাড়া কোন উপায় ছিল না। ম্যাচের শুরু থেকেই মহামেডান আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে।
এদিনের ম্যাচে সাদা কালো শিবিরের আক্রমণের মুখ হয়ে ওঠে জন চিড্ডি, যোগ্য সঙ্গ দিতে থাকে সত্যম শর্মা এবং ছাংতে। ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় রাখলেও গোলের লকগেট খুলতে পারেনি মহামেডান স্পোর্টিং। ৪৮ মিনিটে জিতেন মূর্মূর করা গোলে লিড পায় ব্ল্যাক প্যাহ্নাসেরা।
মহামেডানের বিরুদ্ধে বেঙ্গালুরুর এফসির রিজার্ভ টিমের লালহুমানামাউয়ার পারফর্মেন্স নজর কেড়ে নেয়, রক্ষণে আকাশ দীপ সিং নজর কেড়ে নেয়।
সব মিলিয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাব ভবানীপুর ক্লাবকে ০-৩ গোলে হারানোর পর, নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখে নিল। এই জয়ের ফলে গ্রুপ ‘বি’ -তে মহামেডান স্পোর্টিং ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মহামেডানের পরবর্তী ম্যাচ ২০ ফেব্রুয়ারি চেন্নাইয়ান এফসি রিজার্ড দলের বিরুদ্ধে।