অবতক খবর,২৯ সেপ্টেম্বর: গতকাল রাতের বেলা ২ জন ব্যাক্তি মুখ ঢাকা অবস্থায় প্রথমে নিচের গেটের তালা ভেঙে ওপরে ওঠে, এরপর ব্যাংকের দরজার সামনের গেটে তালা কেটে তারা ভেতরে ঢুকে। ভেতরে ঢুকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এরপর যখন তার ভোল্টের দিকে এগোতে যায় সেই সময় ব্যাংকের অ্যালার্ম বেজে ওঠে। তারা ভয় পেয়ে পালিয়ে যায়। আজ সকালবেলা যখন ব্যাংকের কর্মচারী এবং ম্যানেজার এসে এই ঘটনা দেখে তারা তখনই খড়দহ থানায় খবর দেয় খড়দহ থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের তদন্তপ্রক্রিয়া শুরু করে যদিও ব্যাংকের ম্যানেজার উল্লেখ করেন যে দুজন ব্যক্তি প্রবেশ করেছিল কিন্তু তারা কোন রকম টাকা নিয়ে পালাতে পারেনি। তার আগেই অ্যালার্ম বেজে ওঠে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। গ্রাহকদের কোনরকম আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই।তাদের টাকা সুরক্ষিত অবস্থাতেই তাদের ব্যাংকে রয়েছে।