অবতক খবর , সৌম্যজিৎ চট্টোপাধ্যায় , পূর্ব মেদিনীপুর :-  ২০২১ এর বিধানসভা ভোট এ নন্দীগ্রাম এ মমতা ব্যানার্জীর বিপক্ষে বিজেপি থেকে  শুভেন্দু অধিকারী? বাবুল সুপ্রিয়র বক্তব্য বাড়ালো জল্পনা ।

মঙ্গলবার হেঁড়িয়াতে শুভেন্দু অধিকারীর সভাতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বক্তব্য কে ঘিরে শুরু জল্পনা।বাবুল সুপ্রিয় বলেন , তিনি অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছেন শুভেন্দু বাবু কে। কেননা নন্দীগ্রাম বিধানসভার ভোট এ শুভেন্দু বাবুই জিতবেন এবং নন্দীগ্রাম এর মানুষের জন্যে কাজ করে দেখাবেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য কি সিলমোহর ফেললো একুশের বিধানসভা ভোট এ নন্দীগ্রাম এর প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী কে? জাগছে প্রশ্ন ।