অবতক খবর,৯ নভেম্বর: আগামী ১৬ নভেম্বর বীরভূমে তৃনমূলের কোর কমিটির বৈঠক। শুক্রবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোর কমিটির আহবায়ক বিকাশ রায় চৌধুরী এমনটাই জানালেন। এমনকি এই কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার বীরভূমে অনুব্রতকে সঙ্গে নিয়েই হতে চলেছে কোর কমিটির বৈঠক
তবে বর্তমানে যে কোর কমিটির সংখ্যা রয়েছে বীরভূম জেলায় সেই কোর কমিটির সংখ্যা কী বাড়বে? তাঁদের কী সিদ্ধান্ত হবে? সেটাই এখন দেখার বিষয়। তবে অন্যদিকে কাজল ও অনুব্রতর ঠাণ্ডা লড়াই কার্যত অব্যাহত।

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কোর কমিটির থাকাকালীন বীরভূমে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস তাই কোর কমিটির প্রতি আস্থা রেখেছেন তিনি, কোর কমিটির প্রতি আস্থা রাখলেও বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রদবদল হওয়া নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে জেলা জুড়ে।

এমনকি অনুব্রত মণ্ডল তিনি কিন্তু নিজেও বলেছিলেন যে যে কোর কমিটির সদস্য সংখ্যা রয়েছে তা বাড়ানো উচিত কোর কমিটির সংখ্যা বাড়াতে হবে। যদিও অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছিলেন দুবছর অনুব্রত হীন বীরভূমে কোর কমিটিই ভালো ফল করেছে তাই কোর কমিটির সংখ্যা বাড়ানো নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন কারণ অনুব্রত হীন বীরভূমে তিনি নিজে এসে বীরভূমে কোর কমিটি গঠন করে গিয়েছিলেন তারপর থেকে সেই কোর কমিটি পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে ভালো ফল দেয় সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বীরভূমের পরিদর্শকের দায়িত্বে থেকে যা বলবেন সেটাই সঠিক তার উপরে কারো কথা বলার উচিত নয়, মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে দলে কে থাকলো কে গেল কোন যায় আসে না এমনটাই জানিয়েছিলেন কাজল শেখ।

অবশেষে সব জল্পনা কাটিয়ে বীরভূমের কোর কমিটি বৈঠকে দিন ঠিক হয়ে গেল শুক্রবার এমন কি সেই বৈঠকে কোর কমিটির 6 জন সদস্য সঙ্গে উপস্থিত থাকবেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

তবে সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে দলের তরফে সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।