অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- আগামী ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বর্ধমান মাটি উৎসব এর উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ‍্যাধ‍্যায়।

তার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার বর্ধমানের কালনাগেট মাটি তীর্থ কৃষিকথা প্রাঙ্গণ পরিদর্শন করে গেলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায় ও কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।

এদিন মেলার মাঠে তাদের সাথে উপস্থিত হয়েছিলেন জেলাপরিষদের সভাধিপতি সম্পা ধারা ,জেলাশাসক এনাউর রহমান,জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী, ও অন্যান্য আধিকারিকেরা।উল্লেখ্য জেলায় মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক ও দলীয় স্তরে তৎপরতা শুরু হয়েছে মঙ্গলবার জেলার নেতৃত্বদের নিয়ে বর্ধমান ভবনে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ।

বৈঠকের পর তিনি জানান পূর্ব বর্ধমানের কালনায় মুখ্যমন্ত্রীর একটি জনসভায় রয়েছে তার পরে তিনি বর্ধমান কানলা গেট এগ্রিকালচার ফার্ম সংলগ্ন মাটির কৃষিকথা ময়দানে উপস্থিত হবেন। সেখানে তিনি মাটি উৎসবের সূচনা করবেন নির্ধারিত সূচি অনুযায়ী। জেলার বিভিন্ন দপ্তর কে নিয়ে সাত দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে ।

এদিন মুখ্যমন্ত্রী মাটি কথা নামে একটি প্রকল্পের সূচনা করবেন বলে জানা গিয়েছে। কৃষিমন্ত্রী আশিষ বন্দোপ‍্যাধ‍্যায় বলেন মুখ্যমন্ত্রী বরাবরই এই মঞ্চ থেকে কৃষির বিকাশে একাধিক প্রকল্পের সূচনা করে আছেন এবারও যদি কোন প্রকল্প থাকে তার ঘোষণা তিনি করবেন। এছাড়া খুব অল্প সময়ের মধ্যে এই মেলার প্রস্তুতি পর্ব ছাড়ার জন্য জেলার আধিকারিকদের নিয়ে এদীন বৈঠক করা হলো।

অন্যান্য বারের মতো এবারেও মাটি উৎসবের মতো এই বিশাল মেলার সর্বতোভাবে সফল করার প্রয়াস নেওয়া হচ্ছে।এদীন কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কৃষি বিকাশের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন। এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয় বর্ধিত শাখার উন্মোচন করেছেন যা কৃষিক্ষেত্রে গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এছাড়াও কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্য বিভিন্ন ধারা কেন্দ্রের সূচনা হয়েছে ইতিমধ্যেই সেই সমস্ত যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার এর প্রশিক্ষণের জন্য একটি প্রকল্পের সূচনা হতে চলেছে।

এর ফলে কৃষকরা লাভবান হবেন এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রে ভারতবর্ষের প্রথম পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে।রাজ্য কৃষি দপ্তরের পরিচালনায় এই প্রকল্পটির আগামী দিনে সাফল্যমন্ডিত হয়ে উঠবে।