রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল এবং শনিবার রাজ্যের সমস্ত ক্ষেত্রে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাজ্যের সমস্ত বাজার দোকান এবং যানবাহন লকডাউন থাকবে। রাজ্য সরকারের নির্দেশ মাফিক বন্ধ রাখা হবে বেলুড় মঠ ও। আজ এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় বেলুড় মঠের পক্ষ থেকে। বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, বৃহস্পতি এবং শনিবার বন্ধ থাকবে মঠ। দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেয়া হবে না ওই দুই দিন।
উল্লেখ্য লকডাউনে দীর্ঘদিন বেলুড় মঠ বন্ধ থাকার পর আনলক ১ এ খোলা হয়েছিল মঠের দরজা। যদিও তাতেও ছিল একাধিক বিধি নিষেধ। বৃদ্ধদের মঠে প্রবেশ করতে বায়ণ করার পাশাপাশি কমিয়ে আনা হয়েছিল মঠের দরজা খোলার সময়ও। সকাল ন’টা থেকে বেলা এগারোটা এবং বিকাল চারটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মঠ প্রবেশের অনুমতি দেয়া হচ্ছিল দর্শনার্থীদের। কিন্তু এই দুদিন তাও বন্ধ রাখা হবে। তবে সপ্তাহের বাকি দিনগুলি স্বাভাবিক নিয়মেই মঠের দরজা দর্শনার্থী ও ভক্তকুলের জন্য খোলা থাকবে বলে জানা গিয়েছে বেলুড় মঠ সূত্রে।
প্রসঙ্গত, আনলক এক পর্যায়ে বেলুড় মঠের দরজা খুললেও বহু বিধি-নিষেধের মধ্যে দিয়ে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছিল। সেইসঙ্গে মঠের সমস্ত জায়গায় প্রবেশের অনুমতি ছিল না দর্শনার্থীদের। শুধুমাত্র মূল রামকৃষ্ণ মন্দির সারদা মায়ের মন্দির বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দির এই দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছিল। এর পাশাপাশি বিবেকানন্দের শয়নকক্ষ সহ অন্যান্য জায়গায় প্রবেশের অনুমতি ছিল না। বেলুড় মঠের অন্যতম আকর্ষণ ভোগ বিতরণ ও সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল। এই দুদিন বন্ধ থাকার পাশাপাশি সপ্তাহের যে কদিন খোলা থাকবে সেই কদিন আগের নিয়মে বলবৎ থাকবে বলে জানা গিয়েছে।