আজ এপার বাংলায় গাঙ্গেয় উপত্যকায় ভাষা দিবস।
অবতক- এর শ্রদ্ধা নিবেদন–
১৯ মে। বরাক উপত্যকা। মেয়েটি ভাষা হয়ে গেলো। ভাষা আন্দোলনের প্রথম শহীদ একটি মেয়ে। তখনও সে পরিপূর্ণ নারী নয় কিন্তু বুঝেছিল বাংলাভাষাই পৃথিবীর সেরা মধুময় ভাষা।
মেয়েটি ভাষা হয়ে গেল
তমাল সাহা
মেয়েরা নারী হয়।
বিধবা মা তার, কিন্তু মেয়েটি
মাকে বলেছিল একদিন
মা! আমি ফুল হবো।
ফুল তো হয় গাছে।
তখন বরাক উপত্যকা লালে লাল।
কৃষ্ণচূড়ার ভারে ডালগুলি
নুইয়ে পড়ে মাটির কাছে।
কী ফুল হবি রে তুই মেয়ে?
কমলা ফুলের সুবাস তো তোর গায়ে!
মেয়েটি বলে, বাংলা ভাষা একটি গাছ।
বর্ণমালার প্রতিটি বর্ণ এক একটি ফুল।
বাংলা ভাষার গন্ধে পৃথিবী আকুল।
এই ভাষা কে কেড়ে নেবে আমার?
মিছিলে হাঁটছে মেয়ে,মেয়ে তো দুর্বার!
কন্ঠ জুড়ে তুফান তোলা স্লোগান—
বাংলা ভাষা আমার প্রাণ।
প্রাণ তো পাখির মতো।
কখন যে উড়ে যায় কেউ কি জানে?
অসম রাইফেলস জোয়ান
তখন ট্রিগারে রাখে হাত মেশিনগানে।
চোখ ফুঁড়ে মাথা ভেদ করে
বেরিয়ে গেল অগ্নিস্রাবী গুলি।
মেয়েটি বাংলা ভাষা হয়ে গেল
রক্তাক্ত ফুল হয়ে উঠলো
বাংলা বর্ণমালাগুলি।