অবতক খবর,নিজস্ব প্রতিনিধি,২৭ জুলাই :: আজ কোচবিহারে ভবানীগঞ্জ বাজারে হঠাৎ থাবা পড়লো কোচবিহারের প্রশাসনিক অধি কর্তা দের। আজ সকাল ১১ টা নাগাদ কোচবিহারের সদর মহকুমা শাসক শেখ রাকিবুল রহমান সহ সি এম ও এইচ দপ্তরের ফুড এন্ড সাপ্লাই বিভাগের পক্ষ থেকে ঘুরে ঘুরে পরিক্রমা করা হলো বাজারের বিভিন্ন দোকান সহ মাছ ব্যবসায়ী এবং অন্যান্য গালামালের দোকানদারদের ওপর ।

এই বিষয়ে জেলা সদর মহকুমা শাসক শেখ রাকিবুল রহমান জানান, আজ আমরা বিভিন্ন দোকান এবং হোটেলে যাই এবং দেখি যেসব সার্টিফিকেট সবকিছু আপডেট আছে কিনা যেগুলো বাটখারা ব্যবহার করা হচ্ছে সমস্তটাই ঠিক আছে কিনা তাছাড়াও যেসব স্কেল ব্যবহার করা হচ্ছে সবটা ঠিকঠাক আছে কিনা।

তাছাড়াও কোথাও প্লাস্টিকের ব্যবহার হচ্ছে কিনা এবং হোটেলগুলোতে ঠিকঠাক মতন করে রান্না বান্না হচ্ছে কিনা। হাইজেনিক ভাবে শরীর স্বাস্থ্যের সবকিছু কথা মাথায় রেখে রান্নাবান্না হচ্ছে কিনা তাছাড়াও কোত্থেকে জল আসছে সেসব বিষয় তদারকি করেন বলে জানান তিনি।