অবতক খবর :: শিলিগুড়ি ::     আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে শিলিগুড়ির বেশীর ভাগ বাজার। গত তিনদিনে শিলিগুড়িতে সংক্রমন বেড়েছে প্রায় তিনগুন,তাই আজ থেকে শিলিগুড়ির বেশীরভাগ বাজারই হয় অর্ধেক বন্ধ না হয় পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।

শিলিগুড়ির হায়দারপাড়া বাজার আজ থেকে খোলা থাকবে দুটো পযর্ন্ত,এবং শিলিগুড়ি খালপাড়া খোলা থাকবে দুপুর তিনটে পর্যন্ত,এছারাও আজ থেকেই শিলিগুড়ির বিধানমার্কেট বাজার আবার চলে যাচ্ছে শিলিগুড়ি কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের মাঠে। শিলিগুড়ির বিভিন্ন বাজার থেকে সংক্রমন ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়,তাই সংক্রমন যাতে কম ছড়ায় তার জন্য এই ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

শিলিগুড়ি বিধান মার্কেট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত পনেরো দিন ষ্টেডিয়ামে বসবে বাজার যদি অবস্থার উন্নতি হয় তবেই ফিরবে বাজার না হলে একমাস জায়গা অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।