অবতক খবর,১৬ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারকে যুগান্তকারী পদক্ষেপ বলে আখ্যা দেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন।

আজ দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার ইসলামপুর মহা বিদ্যালয় প্রাঙ্গণে বসেছে। সাধারণ মানুষ তাদের নিজের কাজ করানোর জন্য প্রত্যেকটি দপ্তরে এসেছেন।
এখানে প্রত্যেকটি দপ্তরের আলাদা আলাদা করে কাউন্টার খোলা হয়েছে। সাধারণ মানুষ তারা নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছেন। সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছেন এই দুয়ারের সরকারের ফলে।

বিডিও রজত রঞ্জন দাস জানান, সবথেকে বেশি ভিড় দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে।
এই প্রকল্পের মাধ্যমে মহিলারা জেনারেল ক্যাটাগরিতে ৫০০ এবং এসসি এসটি মহিলারা এক হাজার টাকা করে পাবেন।
আবেদন করতে পারবেন এখানে থেকে তারা এবং আবেদনের পর এই সমস্ত কাগজপত্র দেখে তারা যদি প্রাপ্ত হন তবে তারা এই প্রকল্পের টাকা পাবেন।

অপরদিকে নুরুদ্দিন বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাড়ির গৃহিণী যারা তারা মাসে মাসে টাকা পাবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প যুগান্তকারী প্রকল্প বলে তিনি আখ্যা দেন।

সাধারণ মানুষ আজ ভিড় করেছে এই প্রকল্প গুলির লাভ নেওয়ার জন্য।
যেমন জমি সংক্রান্ত বিষয় থাকলে জমির দপ্তর বসেছে। খাদ্যসাথী,কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক দপ্তরের ক্যাম্প বসেছে।
একাধিক দপ্তর এই দুয়ারে সরকার প্রকল্পে বসেছে দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর কলেজে বসেছে।