অবতক খবর :: শিলিগুড়ি :: আজ লকডাউনের ষষ্ঠ দিনেও পরিস্থিতি একই শিলিগুড়ির। দোকানপাট বাজারহাট খোলা থাকলেও লোকজনের আনাগোনা আগের চাইতে অনেক কম হয়ে গেছে, তার মধ্যে অনেকে একবারে বাজার করে রাখায় রবিবারের বাজারেও লোকজনের দেখা মেলেনি।রাসতায় পুলিশের কড়াকড়ি থাকলেও তা আগের তুলনায় অনেক কম। তার মধ্যে গতকাল উত্তরবঙ্গে করোনা আক্রান্তের খবর বের হবার পরে আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না অনেক মানুষই,তার উপর মাসের শেষ হওয়ার কারনে লোকজনের উপস্থিতি রাস্তায় একেবারেই নেই বললেই চলে।
এদিকে উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে সেকারনে সীমান্তে চরম নজরদারি করা হচ্ছে। তিনচারদিন আগে কেরলা থেকে যে ট্রাকটি এসেছিলো তার খোজখবর চাওয়া হচ্ছে। শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে বহিরাগতদের আলাদা ভাবে চিহ্নিত করা হতে পারে বলে খবর পাওয়া গেছে, এছাড়াও শিলিগুড়ির প্রতিটি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুরসভা আলাদাকরে লোক নিযুক্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।
মেয়র অশোক ভট্টাচার্য্য জানিয়েছেন শিলিগুড়ি পুরসভা সবরকমের চেষ্টা করে যাবে যাতে শিলিগুড়িতে এই মারন রোগ না ছড়ায়।