অবতক খবর,১৯ মে: আজ হালিশহর পৌরসভায় সকল ইঞ্জিনিয়ার এবং অন্যান্যদের নিয়ে বৈঠক করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এই বৈঠকে তিনি সকলকে সাফ জানিয়ে দেন যে,”কোন কাজ যেন পেন্ডিং না থাকে। অর্থাৎ মানুষ পৌরসভার কাজের অভিযোগ নিয়ে যেন আমার কাছে না আসেন। আমাদের উদ্দেশ্য হল মানুষের পরিষেবা দেওয়া। আগে কি হয়েছে,কে কি করেছেন,সেসব নিয়ে আলোচনা করার এখন আর সময় নেই। মানুষের অভিযোগ যাতে আমার কাছে না আসে, আপনারা সেইদিকে নজর দেবেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রীকে দেখে মানুষ আমাকে ভোট দিয়ে বিধায়ক পদে আসীন করেছেন।সুতরাং আমরা জন প্রতিনিধি, জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।”
এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রাজু সাহানী, পৌরসভার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মকর্তারা।
তারা বিধায়কের কাছে বিভিন্ন অভাব-অভিযোগ তুলে ধরেন।
এরপর বিধায়ক সুবোধ অধিকারী বলেন, কোথায় কি চিঠি করতে হবে সেটা আমাকে বলবেন,আমি সব করব। কিন্তু জনগণের পরিষেবাই শেষ কথা।
প্রতি সপ্তাহে আমি কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভায় আসব এবং আলোচনায় বসব। আমি প্রথমে একজন ব্যবসায়ী,তারপর সমাজসেবী এবং সবশেষে আমি রাজনীতিতে এসেছি। সুতরাং আমাকে অন্যান্যদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।
অর্থাৎ আজ পৌরসভার সকল কর্মীদের কড়াবার্তা দিলেন বীজপু্র বিধায়ক সুবোধ অধিকারী।