উৎপল রায় :: জলপাইগুড়ি :: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ঘরে দিন কাটাতে হচ্ছে সকল পেশার মানুষকে। এমন অবস্থায় কাজ করতে না পেরে ‘দিন এনে দিন খাই’ পরিবারগুলো এখন প্রায়ই অভুক্ত থাকছে। অসহায় সেই সব মানুষদের জন্য রান্না করে খাওয়ায় আমার শহর ফাউন্ডেশন।
শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকার ১৫০ জন দুস্থ-অসহায় মানুষকে এক বেলার খাবার তুলে দেন আমার শহর ফাউন্ডেশন। এদিনে উপস্থিত ছিলেন আমার শহর ফাউন্ডেশন সদস্য অর্ঘ্যদীপ মন্ডল, শ্রেয়া ঘোষ, রনি বিশ্বাস, স্নেহাশীষ চৌধুরী, শৌভিক ঘোষ ,অনুজ মণ্ডল।