অবতক খবর,৮ সেপ্টেম্বর: আজ ফের কলকাতায় ও তৎসংলগ্ন এলাকায় ‘অভয়া ক্লিনিক’। গত রবিবারের মতো আজও রাজ্যের প্রায় ২৯টি জায়গায় রোগী দেখলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই ব্যবস্থা ফের নেওয়া হল। পাশাপাশি বসল ‘জনতার মতামত, রাজপথে আদালত’। কোথায় কোথায় হল এই ক্যাম্প?
১. কুমোরটুলি – আরজি কর জুনিয়র ডাক্তাররা
২. ঘোষবাগান – আরজি কর জুনিয়র ডাক্তাররা
৩. ডানলপ – আরজি কর জুনিয়র ডাক্তাররা
৪. বি বি গাঙ্গুলী স্ট্রিট – MCK+STM+AIIHPH
৫. কলেজ স্ট্রিট – MCK+STM+AIIHPH
৬. মৌলালি মোড় – NRS হাসপাতালে জুনিয়র ডাক্তাররা
৭. এসপ্ল্যানেড – SSKM জুনিয়ার ডাক্তাররা
৮. হসপিটাল মোড় রায়গঞ্জ – রায়গঞ্জ MC জুনিয়ার ডাক্তাররা
৯. কাউয়াখালী গ্রাউন্ড শিলিগুড়ি – NBMC জুনিয়র ডাক্তাররা
১০. বারাসাত মেডিকেল কলেজ – বারাসাত MC+MCK
১১. বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ – BSMC জুনিয়র ডাক্তাররা।
১২. হিন্দোল ক্লাব কসবা – VIMS/RKMSP জুনিয়ার ডাক্তাররা
১৩. স্টুডেন্ট হেলথ হোম জয়গাছি হাবরা – VIMS/RKMSP জুনিয়ার ডাক্তাররা
১৪. লেবুতলা, দক্ষিণ বারাসাত – CNMC জুনিয়র ডাক্তাররা
১৫. গেট নম্বর টু, CNMC -CNMC জুনিয়র ডাক্তাররা
১৬. নাকতলা -CNMC জুনিয়র ডাক্তাররা
১৭. মগরাহাট – CNMC জুনিয়র ডাক্তাররা
১৮. বারুইপুর – CNMC জুনিয়র ডাক্তাররা
১৯. কোন্নগর – CNMC জুনিয়র ডাক্তাররা
২০. ভোজেরহাট – CNMC জুনিয়র ডাক্তাররা
২১. তমলুক – CNMC জুনিয়র ডাক্তাররা
২২. পাঁচলা – CNMC জুনিয়র ডাক্তাররা
২৩. সুভাষগ্রাম – CNMC জুনিয়র ডাক্তাররা
২৪. টালিগঞ্জ গলফগ্রিনের বিপরীতে – MRBH জুনিয়র ডাক্তাররা
২৫. জোকা ডায়মন্ড পার্ক – ESIC জুনিয়ার ডাক্তাররা
২৬. কামারহাটি – সাগর দত্ত MC জুনিয়র ডাক্তাররা
২৭. মেদিনীপুর কলেজ মাঠ – মেদিনীপুর MC জুনিয়র ডাক্তাররা
২৮. যাদবপুর 8বি – KPC জুনিয়ার ডাক্তাররা
২৯. শিয়ালদা মেট্রো (ডেন্টাল ক্লিনিক) – R AHMED জুনিয়ার ডাক্তাররা।
সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে এই অভয় ক্লিনিক। এসপ্ল্যানেডের sskm এর জুনিয়ার ডাক্তারদের এই মেডিকেল ক্যাম্পে দুপুর একটা পর্যন্ত প্রায় ১৫০ জন রোগী এসেছেন মেডিকেল চেকআপ করাতে। ডাক্তাররা আশাবাদী এই সংখ্যা দুপুর দুটো পর্যন্ত আরও বাড়বে।