আজকের সময় লিখন
তমাল সাহা
এক) মর্গ
ভারতীয় সংসদকে খোঁয়াড় বানাও
তৈরি করো ধর্মীয় দুর্গ।
হিংস্র শব্দটি থেকে সিংহ আগত
হিংস্রতাকে জাগ্রত করো
শ্বদন্ত গর্জনশীল সিংহকে জানাও স্বাগত।
মানবতাকে বিপন্ন করো
ভারতকে বানাও লাশকাটা মর্গ।
হায়, স্বদেশ আমার!
তুমি নাকি মহাতীর্থ, মিলন স্বর্গ!
দুই) হায়
আগুন আর জ্বালানো যাবে না সুনিশ্চয়!
রাজপ্রাসাদ রাষ্ট্রপতি ভবন তবে কি থাকবে অক্ষত অক্ষয়?
পেটের দানাপানি জুটাতেই ঝরছে গায়ের ঘাম।
দাহপর্বে জ্বালানির প্রয়োজন
কি করে কেনা যাবে কেরোসিন
যদি ১০৪ টাকা হয় প্রতি লিটারের দাম?
৩) গাড়ল
এইসব সন্ত্রাসী কাণ্ডকারখানা দেখিয়া
নবারুণ রাষ্ট্রকে বলেছিল, তুই শালা চুতিয়া।
আমি জীবনানন্দীয় ভাষায় বলি,
রাষ্ট্র তুই একটা গাড়ল
ন্যাংটো করে বিছুটি ঘষে দে
পশ্চাতে ভরে দে বুনো ওল।
৪) কবে
লোকে দেখে শেখে ঠেকে শেখে
এরা শিখবে কবে?
ভারত যে কবেশ্রীলঙ্কা হবে!