অবতক খবর,১১ ফেব্রুয়ারি, পূর্ব বর্ধমানঃআট দফা দাবি নিয়ে পরিবহন ও শ্রমিক সংগঠনের জ্যাঠা মিছিলের প্রচার ও সভা। ১০ই ফেব্রুয়ারি থেকে তারিখ থেকে শুরু হয়, এই জ্যাঠা মিছিল। আজ বামফ্রন্টের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি বাসকে ফেস্টুন দিয়ে সুসজ্জিতের মাধ্যমে জ্যাঠা মিছিল কাটোয়ার দাইহাট থেকে মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের মালডাঙ্গা বাজারে এসে পৌঁছালে মন্তেশ্বর ব্লকের বামফ্রন্ট পরিবহন শিল্প ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জ্যাঠা মিছিলকে অভ্যত্বনা জানিয়ে মালডাঙ্গা বাজারে বামফ্রন্টের শ্রমিক সংগঠনের ও সিপিআইএমের জেলা ও মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে একটি সভা করে কেন্দ্র ও রাজ্য সরকারকে দায়ী করে পরিবহন ও শ্রমিক সংগঠনকে বাঁচানোর জন্য আট দফা দাবিসহ কি কি করা উচিত তা জনসাধারণের কাছে সেই সব বিষয়গুলি এই সভার মাধ্যমে তুলে ধরেন বামফ্রন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তারপর মালডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল রালির মাধ্যমে সুসজ্জিত জ্যাঠামিছিল মন্তেশ্বর বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম বাজারে এসে একটি সভা করে মন্তেশ্বরের রায়গ্রাম বাজার পরিক্রমা করে পূর্বস্থলীর নাদনঘাটের দিকে চলে যায় জ্যাঠা মিছিল।

এই জ্যাঠা মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের সম্পাদক তুষার মজুমদার , মন্তেশ্বর এরিয়া কমিটির শ্রমিক সংগঠনের নেতা তথা সিপিআইএমের ধনঞ্জয় সামন্ত ধর্মদাস চন্দ্র, রুবেন রায় ওসমান গনি সরকার সহ আরো অনেকে।

দাবি সমূহ হল

পরিবহন কর্মীদের মাসে ন্যূনতম 26 হাজার টাকা বেতন দেওয়ার দাবি,

১৫ বছরের উর্ধ্বে বাতিল গণপরিবনের মালিক ও শ্রমিকদের ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দেয়ার ব্যবস্থা গ্রহণ করার দাবি।

অবিলম্বে ডিজেল ও পেট্রোলের দাম কমাতে হবে।

শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল করার দাবি সহ আট দফা দাবি নিয়ে এই জ্যাঠা মিছিল অনুষ্ঠিত হয়।