অবতক খবর,১২ জুলাই: আরিয়াদহ মা ছেলে, মারধোরের ঘটনায় নাম উঠেছিল জায়েন্ট সিং এর। এলাকার মানুষের অভিযোগ ছিল জায়েন্ট সিং একজন দুষ্কৃতী। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলঘড়িয়া থানার পুলিশ জায়েন্ট সিং সহ তার দলবলকে গ্রেফতার করেছিল।
তারপরেই উঠে আসে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য রাজ্য বিজেপি তরফ থেকে একটু ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিল একজন মহিলাকে তালতলা স্পোর্টিং ক্লাবে ভেতরে জায়েন্ট সিং সহ তার দল একটি মেয়েকে চ্যাংদোলা করে মারছে। তারপরেই বেলঘড়িয়া থানা পুলিশ একটি মামলা রজু করে।
তারপরেই নড়ে চড়ে বসে, ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ক্লাবের ভেতর মহিলাকে যেভাবে মারধর করেছিল চ্যাংদোলা করে তারই পুনঃনির্মাণ করল এসিপি বেলঘরিয়ার নেতৃত্বে বেলঘরিয়া থানার পুলিশ। জায়েন্ট সিং এবং প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে প্রায় কুড়ি মিনিট তালতলা ক্লাবের ভেতর এবং প্রসেনজিৎকে নিয়ে জিজ্ঞাসা করে এবং ঘটনার পুরো নির্মাণ করা হয়।।
তারপরেই দুজনকে পুনরায় বেলঘড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়।