অবতক খবর,১১ জুলাই: আতঙ্ক থেকে মুক্তি পেল ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খুশি ওয়ার্ডের বাসিন্দা। ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলারকে। জানা গিয়েছে ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে খোলা ইলেক্ট্রিক তারে নানান সমস্যায় ভুগছিলেন ওয়ার্ডের বাসিন্দারা। এর ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পরতে হতো ওয়ার্ডের বাসিন্দাদের।

প্রায় কয়েক বছর আগেই ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিকের খোলা সরিয়ে কেবল তার লাগানো হলে ও ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কেবল তারের কাজ হয়নি। এরপর ওয়ার্ডের বাসিন্দা এই আতঙ্ক থেকে মুক্তি পেতে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমল সরকার (ওরফে বাপি) দারস্থ হন।

এবং বাসিন্দাদের সমস্যার কথা ভেবে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিদুৎ বিভাগের দফতরের আধিকারিক থেকে একাধিক দপ্তরের অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর শেষমেশ বৃহস্পতিবার ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লী এলাকায় বিদুৎ দপ্তরের কর্মীরা এসে উপস্থিত হন।

এবং খোলা তার সরিয়ে কেবল তারের কাজ ইতি মধ্যে শুরু করেছে বিদুৎ দপ্তরের কর্মীরা। কাজ শুরু হওয়াতে খুশি ওয়ার্ডের বাসিন্দারা। ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলার অমল সরকার ওরফে বাপি সহ একাধিক দপ্তরের আধিকারিককে।