অবতক খবর,১৩ মার্চ,মালদা: পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্ৰাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত অর্জুন টোলা গ্রামে ফিতে কেটে নবনির্মিত শিশু আলয়ের দ্বারোদ্ঘাটন। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে রবিবার দুপুরে ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেন জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সঙ্গে ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ শোভা রাজবংশী, আইসিডিএস সুপার ভাইজার টুলটুল মুখার্জি সহ অন্যান্য অতিথিরা।
প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই অঙ্গনওয়াড়ি ভবনের উদ্বোধন করা হয় এবং যাতে এলাকার সমগ্র শিশুরা সঠিকভাবে পড়াশোনা ও পুষ্টিকর খাওয়া তার পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থা পান সে লক্ষ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে তৈরি করা হয়েছে।
অন্যদিকে, গ্রামের এক বাসিন্দা জানান, বিগত কয়েক বছর ধরে এই আদিবাসী অধ্যুষিত গ্রামে শিশু আলয় অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোন ব্যবস্থা ছিল না। যার কারণে সমস্যায় পড়তে হতো গ্রামের শিশু ও গর্ভবতী মহিলাদের।
পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, সরকারের সহযোগিতায় আমাদের এই এলাকায় নতুন শিশু আলয় অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র হওয়ায় আমরা খুব উপকৃত। এই এলাকায় যে সমস্ত ৬ বছর পর্যন্ত শিশুরা রয়েছে তারা সঠিকভাবে তাদের জীবনের প্রথম যে আলো সেটা এখান থেকে পাবে এবং গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য ব্যবস্থা করা হবে। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হওয়ায় খুশি গ্রামবাসী ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।