অবতক খবর , সুজিত , হুগলীঃ- আদিসপ্ত গ্রাম বিধানসভার আখনা সোনা টিকরি এলাকায় বিজেপি মোর্চার চা চক্র। তৃনমূলের দুয়ারে সরকারের পাল্টা কর্মসূচি কৃষকের দুয়ারে দুয়ারে কৃশান মোর্চা।

সূচনা করলেন রাজ্য কৃষান মর্চার সম্পাদক সরাজ ঘোষ। তিনি বলেন তৃনমূল ২০২১ সালে আর ক্ষমতায় থাকবে না। বিজেপি সরকার গঠন করবে।

যত দুয়ারে সরকার যাবে ততই বিজেপির ভোট বারবে। কারণ সবাই জানে চাল,ত্রিপল কারা চুরি করেছে। কৃষি বিল কেন্দ্রীয় সরকার কৃষকদের সার্থে করেছে। দিল্লীতে যারা আন্দোলন করছে তারা কৃষক নয় বেশী ভাগ কংগ্রেসের কর্মী।

অন্যদিকে রাজ্য যুবমোর্চার ভাইস প্রেসিডেন্ট শঙ্কুদেব পান্ডা বলেন এই রাজ্যে এক মাত্র ঔষধ হল পদ্ম মেডিসিন। যারা বিজেপিতে আসবে ভাবছেন চিন্তা না করে চলে আসুন। পশ্চিবঙ্গে বিজেপি সরকার না এলে উন্নয়ন হবে না।