অবতক খবর , বালুরঘাট :- করোনাভাইরাসের সংক্রমণ শুরুর কয়েক সপ্তাহ পর থেকেই যে বিসয়টি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় সেটি হচ্ছে, মাস্ক পরার প্রয়োজন আছে কি না।চলতি বছরের প্রথম দিকে চীনের পর ইউরোপে যখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল, তখন থেকেই এই রোগের নানা চিকিৎসা এবং প্রতিরোধের উপর জোর দিতে মাস্ক ব্যবহার করার কথা বিশ্বের সব সংস্থাই বার বার বলে এসছিল।কিন্তু আমাদের ভারতে সেই করোনার অতিমারি দীর্ঘ ছয় মাস ধরে চলে আসার পর একটু একটু করে আনলক পর্যায় ক্রমে খুলতে খুলতে এখন পঞ্চম পর্বে এসে ঠেকেছে।

নিউ নর্মালে আস্তে আস্তে মানুষের মধ্যেও তাই ক্রমশ যেন মাস্ক না ব্যবহার করার একটা প্রবনতা লক্ষ করা যাচ্ছে। যার ফলে করোনা কে ঠেকানো যেন দায় হয়ে পড়ছে। সেদিকে লক্ষ রেখেই বার বার মাস্ক ব্যবহ্যারের উপর জোর দেবার কথা বলে চলেছে কি কেন্দ্র ও রাজ্য সরকার। গতকালও মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে পথশ্রী প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে বার বার জনগনকে মাস্ক ব্যবহ্যার করার জন্য সতর্ক করে বলেন আনলক শুরু হয়েছে বলে ভেবে নেবেন না করোনা চলে গেছে। সামনে উৎসবের মরশুম তাই সাবধানে থাকতে মাস্ক ব্যবহার জরুরি।

সেদিকে লক্ষ রেখেই করোনা ভাইরাসের সংক্রমন রুখতে মাস্ক ব‍্যবহারের জন‍্য ব‍্যাপক সচেতনতা গড়ে তোলার লক্ষে, ইউনিসেফের সহায়তায় জেলা এসবিসিসি সেলের উদ‍্যোগে শুক্রবার বালুরঘাট স্টেডিয়ামে মাস্ক ব্যবহারের উপর জোর দিতে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, আরক্ষাধ‍্যক্ষ দেবর্ষি দত্ত মহাশয়।