মনিপুর থেকে 140 প্যাকেট আনুমানিক 2 হাজার কেজি গাঁজা কলকাতার উদ্দেশ্যে পাচারের পথে চোপড়া থানার সোনাপুর 31 নম্বর জাতীয় সড়কের রেললাইন ওভার ব্রিজ এলাকা থেকে ওয়েস্টবেঙ্গল স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকেরা একটি 10 চাকার লরিকে আটকে তল্লাশি চালায়। গোপনীয় সূত্রে খবর পায় ওয়েস্টবেঙ্গল স্পেশাল টাস্কফোর্স এর আধিকারিকরা একটি ডাবলু বি 78 2973 10 চাকার লরি গাঁজা পাচার হচ্ছিল।

সেই মোতাবেক তারা ঐ গাড়িকে ধরার জন্য অভিযানে নামে। সোনাপুরের রেললাইনের ওভারব্রিজ এলাকায় আসতেই ওই ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করেন তারা। তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাজা। 140 টি প্যাকেটে মোট আনুমানিক 2 হাজার কেজি গাঁজা যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানা যায় চোপড়া থানা সূত্রে।

মনিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই ট্রাকটি। এই ঘটনায় ওয়েস্টবেঙ্গল স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকরা তিন ব্যক্তিকে গ্রেফতার করে গাঁজা সমেত ট্রাকটিকে চোপড়া থানায় নিয়ে আসে। STF এর আধিকারিকরা ধৃত তিন ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন চোপড়া থেকে।