নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : বারাসাত :    বারাসাত হাসপাতালের নার্সদের অক্লান্ত পরিশ্রমের চিত্র দেখা গেল বুধবার আন্তর্জাতিক নার্স দিবস এ। স্বাস্থ্য আধিকারিকরা নার্সদের কাজকে স্বীকৃতি জানালেও অনেকক্ষেত্রে নার্সরা থেকে যান পাদপ্রদীপের অন্তরালে। তা নিয়ে ছেদ না রেখে নাসরা প্রতিদিনই আর্ত মানুষের সেবায় নিজেদের রেখেছেন সেবার কাজে।

ধনী-দরিদ্র বা ধর্মের ভেদাভেদ উপেক্ষা করেই নার্সদের কাজ চলতে থাকে ২৪ ঘন্টা। বছরের এই একটি দিন আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে উদযাপিত হলেও নার্সরা প্রতিটি দিনকেই তাদের কাজের দিন হিসেবে মনে করেন যা তাদের বক্তব্যে এ দিনে ফুটে উঠল বারাসাত হাসপাতালের।

বারাসাত হসপিটাল এর কর্তব্যরত অবস্থায় নার্সরা বললেন তার নির্যাস হলেও মানুষের সেবায় তাদের মুক্তি। তাদের কাছে প্রতিটি দিনই মানুষের সেবার দিন।