অবতক খবর,মালদা,১৮ মে: আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপন করলা মালদা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর।
বুধবার সন্ধ্যায় মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় মালদা জেলা সংগ্রহশালার সভা কক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, মালদা জেলা পরিষদের তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক শাশ্বতী সাহা, গৌড় কলেজের অধ্যাপিকা সুস্মিতা সোম সহ অন্যান্য আধিকারিকরা।
মানুষের প্রতি সংগ্রহশালাকে কিভাবে আকর্ষিত করা যায় তানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
একসময়কার বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল গৌড়। আজও বহু ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে হয়েছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে। মালদা জেলার ঐতিহাসিক গৌড় আদিনা এবং জগজীবনপুরে নিদর্শন রয়েছে ইতিহাসের স্মৃতি নিয়ে।

আজও বিভিন্ন জায়গায় খনন হলে উদ্ধার হয় প্রাচীন ঐতিহাসিক মূর্তি।
সেগুলি রাখা হয় মালদা জেলার সংগ্রহশালায়।
বাড়ানো হয়েছে পরিধি কিন্তু তেমন ভাবে উন্নয়ন করা হয়নি জেলা সংগ্রহশালার।
সংগ্রহশালা রক্ষণাবেক্ষণ এবং মানুষের প্রতি আকর্ষণ বাড়াতে একটি ফ্যাবলেট মাধ্যমে প্রচার চালানো হয়। কাছাকাছি কোথাও কোন ঐতিহাসিক মূর্তি ও বস্তু উদ্ধার হলে সেটিকে সঠিক জায়গায় সংগ্রহ করা হবে বলে জানান মালদা জেলা পরিষদের সভাধিপতি এটি এম রফিকুল হোসেন।