আপনাকে মেনেই চলেছি। আপনি বলেছেন জল উঁচু, আমরা বলছি জল উঁচু। আপনি বলেছেন জল নিচু, আমরা বলছি জল নিচু। আর কত নিচু হবো?

আপনাকে মানলাম
তমাল সাহা

আপনাকে আমরা ভালোবাসি।

আপনি বললেন
আমরা জনতা কার্ফু মানলাম।

আপনি তালি থালি বাজাতে বললেন
আমরা পাঁচ মিনিটের বদলে পনেরো মিনিট বাজালাম।

আপনি নোট বন্দি করলেন
আমরা রোদে পুড়ে লাইনে দাঁড়ালাম,
প্রাণ দিলাম।

আপনি কালোটাকা উদ্ধার করলেন না
আমরা মানলাম।

আপনার গুজরাটি ভাইদের দেশের টাকা মেরে দিয়ে পালাতে দিলেন
আমরা মানলাম।

আপনি সকলের অ্যাকাউন্টে
টাকা জমা দেবার কথার খেলাপ করলেন
আমরা মানলাম।

আপনি স্বচ্ছ অভিযানের কথা বললেন
আমরা ঝাড়ু নিয়ে রাস্তায় নামলাম।

আপনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন
আমরা মানলাম।

আপনি ৩৭০ ধারা বাতিল করলেন
আমরা মানলাম।

আপনি বললেন ওহি বানায়েঙ্গে মন্দির,
আমরা মানলাম।

আপনি বস্তি ঘিরে প্রাচীর বানালেন,
আমরা মানলাম।

আপনি দলিতের পা ধোয়ালেন,
আমরা মানলাম।

আপনি মানুষের জন্য গুহায় ধ্যান করলেন,
আমরা মানলাম।

আপনি সমুদ্রতীরে পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক কুড়োলেন,
আমরা মানলাম।

আপনি গুজরাট দাঙ্গা করলেন,
দু’হাজার মানুষ খুন করলেন,
আমরা মানলাম।

আপনি দিল্লির দাঙ্গা বাঁধালেন,
৫২ জন নিহত হল,সাড়ে পাঁচশ জখম হল, দোকানপাট বস্তি আগুনে পুড়ে ছাই,
আমরা মানলাম।

আপনার দুটি হাত, একহাতে খুনের দাগ
আমরা মানলাম।

আপনি লক ডাউন করলেন
আমরা মানলাম।

আপনি এবার করোনার হাত থেকে আমাদের বাঁচান,
আশ্রয়হীনতার থেকে বাঁচান–
এ হাত ইনসানের হাত আমাদের দেখান,
আমরা আবার আপনাকে মানব।

তালি,থালি নয়, জয়ঢাক বাজাবো।