আফগানিস্তানের কবিতা
রাবিয়া বালখি– দশম শতকের অন্যতম নারী কবি। প্রেমের কবিতা লিখতেন তিনি। এক ক্রীতদাসের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এই কারণে জেল খেটেছিলেন এবং পরবর্তীতে এই ভালবাসার কারণে তার ভাইয়ের যারা নিহত হন। এমনই কিংবদন্তি যে তিনি তার শেষ কবিতা লিখেছিলেন, জেল কুঠুরির দেয়ালে তার নিজের রক্ত দিয়ে।
ইংরেজি থেকে ভাবানুবাদ।
প্রেম
রাবিয়া বালখি
মিথ্যে ভালোবাসার জালে আটকে পড়েছি আমি।
আমার কোন প্রচেষ্টাই কার্যকরী হলো না
যতই চেষ্টা করি না কেন আমি পারিনা।
ভালোবাসার রক্তচাপে আক্রান্ত আমি
যতই আকর্ষণ অনুভব করি ততই ধ্বংসের দিকে এগিয়ে যাই।
ভালোবাসার সমুদ্র এক বিশাল জায়গা নিয়ে জড়িয়ে আছে।
কোনো বিদগ্ধ মানুষও সাগরের একটি নির্দিষ্ট জায়গায় সীমায়িত থাকতে পারে না।
প্রকৃত প্রেমিক শেষ পর্যন্ত বিশ্বাস রাখে এবং জীবনের বিরুদ্ধ ধারার মুখোমুখি হয়।
সে সমস্ত বিষয়গুলি স্বচ্ছতায় মেনে নেয়।
প্রেমিক যদি বিষপান করে সে অনুভব করে
তার মধ্যেও রয়েছে স্বাদের মিষ্টতা।
© ভাবানুবাদঃ তমাল সাহা