অবতক খবর ,সৌরভ নস্কর , রায়দিঘি :-     আজ বিকাল ৩ টার সময় মথুরাপুর ২নং ব্লকের ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS এর যৌথ উদ্যোগে রায়দিঘী থানার অন্তর্গত ময়রার মহালে আবগারী দপ্তরে অবিলম্বে মদের দোকান, নারী নির্যাতন বন্ধ ও নতুন মদের দোকান খোলার বিরুদ্ধে গণ ডেপুটেশন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচীর আয়োজন করা হয় ।

বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৪০০ থেকে ৫০০ জন ছাত্র যুব মহিলা সহযোগে রায়দিঘী গোলপার্ক থেকে মিছিল করে ময়রার মহল আবগারী দপ্তরে যায়, ওই মিছিলে এলাকার সাধারণ মানুষ ও যোগদান করেন । ডেপুটেশনে নেতৃত্ব দেন বিপ্লব হালদার, সুভাষ মন্ডল, রমেন হালদার, প্রতিমা মন্ডল, নাজিরা খাতুন, অমল মিস্ত্রি প্রমূখ, ওখানে একটি সভা অনুষ্ঠিত হয়।

সেখানে এই আন্দোলন সংঘটিত করার বিস্তারিত আলোচনা হয়। ৭ সদস্যের এক প্রতিনিধি দল আবগারী দপ্তরের আধিকারীকের নিকট স্মারকলিপি জমা দিতে যান। আবগারী দপ্তরের আধিকারীক ধৈর্য সহকারে প্রতিনিধি দলের বক্তব্য শোনেন, তিনি বলেন এই দাবীপত্র তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন, এবং তার বাধ্যবাধকতার মধ্যে এই দাবীর বিষয়ে যতটুকু করা যায় তার অপ্রান চেষ্টা করবেন।

তারপর আন্দোলন কারীদের পক্ষ থেকে ওই আন্দোলন বিক্ষোভ কর্মসূচীর প্রত্যাহার করে নেওয়া হয়। তারা এরপর আরো বলেন তাদের দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে তারা এরচেয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।