অবতক খবর, সংবাদদাতা, হুগলি :: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ,আজ বিজয়া দশমী,মা উমা কৈলাসে পাড়ি দিচ্ছেন। আবার এসো মা, আবার একটা বছরের অপেক্ষা।সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন জায়গাতে গঙ্গার ঘাট গুলি চলে প্রতিমা বিসর্জন। বিভিন্ন ঘাটে প্রশাসনের পক্ষ থেকে ছিলো নজরদারি।বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে ছিলো আলো,ভ্যাটের ব্যাবস্সা, সেচ্ছাসেবক,পানীয় জল এবং এম্বুলেন্সের ব্যাবস্হা।

ছিলো পুলিশ প্রশাসন ও গঙ্গা বক্ষে ছিলো সিভিল ডিফেন্সের কর্মিরা। ত্রিবেণী শিবপুর বালির ঘাটে বাড়ি থেকে বারোয়ারি বিভিন্ন জায়গায় ঠাকুর বিসর্জন হয়।তবে ঘাটের ছবিটা দেখে মনে হচ্ছিলো করোনা হয়তো উঠে গেছে, কোনো দূরত্ব বিধি বজায় তো দূরে থাক অনেকের মুখেই মাস্ক দেখা গেলো না পুলিশ প্রশাসনের সামনেই ।